ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট সরাতে হাইকোর্টের রুল জারি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/07/high-court.jpg)
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট সরাতে বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণের যে ক্ষমতা দেওয়া আছে, সেটি প্রয়োগ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট তাপস কান্তি বল। আর বিটিআরসির পক্ষে শুনানি করেন খন্দকার রেজা-ই রাকিব।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বর ফেসবুক যেন ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ করে সে নির্দেশনা চেয়ে ঢাকার বাসিন্দা সেলিম সামাদ, ভিক্টর রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এস এম মাসুম বিল্লাহসহ চার ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের আজ শুনানি হয়।
গত বছরের ১৩ অক্টোবর দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন রাখার কথিত অভিযোগের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে দেওয়া এ ধরনের ভিডিও, অডিও, ছবি পোস্টকে কেন্দ্র করে এর আগেও কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লা, ভোলার বোরহান উদ্দিন, সাতক্ষীরা, লালমনিরহাটের পাটগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।