বগুড়ায় করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/09/bcso.jpg)
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে নয়জন। ৫১২টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৭০ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট মারা গেছে ৪৫৩ জন।
আজ শুক্রবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সাজ্জাদ-উল-হক এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, বগুড়ায় মোট করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছে ৫৭৯ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার মোহাম্মাদ আলী হাসপাতালে চারজন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেছে।
মৃত ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার আব্দুল হাকিম (৪৯), শেরপুর উপজেলার নাজমা (৬৭), আদমদিঘী উপজেলার শামসুন্নাহার (৫৫), নন্দীগ্রাম উপজেলার আব্দুল জব্বার (৭০), কাহালু উপজেলার মোসলেমা (৪৫) এবং শাজাহানপুর উপজেলার তানিয়া (২৫)। অন্যদের পরিচয় জানা যায়নি।