বগুড়ায় ছাত্রদলকে ধাওয়া, ৫০০ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া শহরের শহীদ খোকন পার্কে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে গতকাল রাত ১১টায় উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমান বাদী হয়ে মোট ৫০০ জনকে আসামি করে এই মামলা করেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
ওসি দাবি করেন, ওই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, এ ঘটনায় ছাত্রদলের সাতজন কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে পাঁচ কর্মীকে আটক করা হয়েছে বলে জানান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী রিগান।
এর আগে গতকাল বুধবার ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় শহরের শহীদ খোকন পার্কে ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হন। সেখানে পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে ছোটাছুটি করতে থাকেন।
পরে সেখান থেকে একটি মিছিল বের করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুসহ ছাত্রদলের নেতাকর্মীরা।