বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ২ হাজার আইনজীবী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/20/ayinjibi.jpg)
সুপ্রিম কোর্ট ও ঢাকা জজকোর্টের আইনজীবীরা শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি : সংগৃহীত
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রায় দুই হাজার আইনজীবী। আজ শনিবার সুপ্রিম কোর্ট ও ঢাকা জজ কোর্টের আইনজীবীরা শ্রদ্ধা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এতে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুন নুর দুলাল। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম উপস্থিত ছিলেন।