বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/07/fire.jpg)
রাজধানীর বঙ্গবাজারের বিপরীত পাশে বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ৪০ মিনিটের চেষ্টায় ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
তার আগে আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর মো. ফরহাদুল আলম এনটিভি অনলাইনকে বলেন, আমরা ৮টা ৫মিনিটের দিকে বঙ্গবাজারের বিপরীত পাশে বরিশাল প্লাজায় ধোঁয়া দেখার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিট পরই ফায়ার সার্ভিসের গাড়ি পৌছায়। আমরা অতিরিক্ত সতর্কতার জন্যে ১৪টি ইউনিট পাঠিয়েছি।
মো. ফরহাদুল আলম আরও বলেন, বঙ্গবাজারের আগুনে ওই মার্কেটও আংশিক পুরে গিয়েছিল। সেই আগুন না কি নতুন করে আগুন লেগেছে, তা আমরা নিশ্চিত নই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা করছে।