বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবি, ভাসমান ১৬ জেলে উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/26/bay-of-bangal.jpg)
বঙ্গোপসাগরে ইলিশ ধরার সময় উত্তাল ঢেউয়ের আঘাতে তলা ফেটে বাগেরহাটের শরণখোলার একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারের ১৬ জেলেকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে। গত মঙ্গলবার সন্ধ্যায় সোনার চরের পশ্চিমে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত জেলেরা শরণখোলায় পৌঁছেছে।
ডুবে যাওয়া ‘এফবি আল্লাহর দান’ নামের ওই ট্রলারের মালিক শরণখোলার মৎস্য ব্যবসায়ী মো. মজিবর তালুকদার। তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় দুবলার চর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে এবং সোনার চর থেকে পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে জেলেরা জাল ফেলে অবস্থান করছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে সাগরে প্রচণ্ড ঢেউ শুরু হয়। ঢেউয়ের আঘাতে তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৬ জন জেলে বয়া ধরে সাগরে ভাসতে থাকে।
পরে কাছাকাছি অবস্থানকারী বরগুনার পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী টিপু আলমের একটি ফিশিং ট্রলারের জেলেরা এগিয়ে এসে ভাসমান অবস্থায় ১৬ জেলেকে উদ্ধার করে।
ট্রলারডুবির ঘটনায় ট্রলার, জাল, ইলিশ, অন্যান্য মাছ ও মালামালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মজিবর তালুকদার।