বন্ধুদের সঙ্গে ভ্রমণের যাওয়া হলো না অনিকের

অনিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছবি : এনটিভি
ঢাকা থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে রাঙামাটি ভ্রমণে যাচ্ছিলেন সালাউদ্দিন অনিক। কিন্তু পথিমধ্যেই লরিচাপায় প্রাণ দিতে হলো তাঁকে। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন অনিক (২২) ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অনিক তাঁর সাত বন্ধুসহ ছয়টি মোটরসাইকেল নিয়ে এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা প্রাইভেটকারে রাঙামাটি ভ্রমণে যাচ্ছিলেন। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিলোনিয়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী লরি অনিকের মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।