আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ আগুন

সাভারের আশুলিয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১০ মে) রাত ৮টায় আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকায় করিম মিয়ার মালিকানাধীন দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করেই দোকানে মজুদ থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। গ্যাসের কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নিলেও আশপাশে তা ছড়িয়ে পড়েনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে দোকানের বেশ কিছু গ্যাস সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন আশপাশে ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকেই আগুন লাগার আশঙ্কা করা হলেও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।