বরিশাল বিভাগে টানা ৩ দিন করোনায় কেউ মারা যায়নি

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, বরিশাল। ফাইল ছবি
বরিশাল বিভাগে গত চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটেনি। এ নিয়ে গেল তিন দিন বা ৭২ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস আজ শুক্রবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৭ জনের। যার মধ্যে বরিশালে সর্বোচ্চ ১৭ জন এবং ঝালকাঠিতে সর্বনিম্ন একজন। আর আজকের নতুন শনাক্ত ৪৭ জন নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৪১ হাজার ২৯৯ জন সুস্থ হয়েছে এবং ৬৬৮ জন মৃত্যুবরণ করেছে।