বাংলাদেশের গৃহহীন পরিবারগুলোকে ঘর তৈরি করে দেবে তুরস্ক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/12/20/20-12-2020-17-30-51-20-12-20-disaster-management-and-relief-state-minister-1.jpg)
বাংলাদেশের অসহায় গৃহহীন পরিবারগুলোকে ঘর তৈরি করে দেবে তুরস্ক সরকার। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এর আগে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানসহ তুর্কি দূতাবাসের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে বৈঠক করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত জানান, কী পরিমাণ পরিবারকে এই গৃহ সহায়তার আওতায় আনা হবে সে বিষয়ে আলোচনা চলছে। আর যে ঘর তৈরি করে দেওয়া হবে তা দুর্যোগ সহায়ক হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রকল্পটি পরিচালনা করবে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সাংবাদিকদের বলেন, তুরস্ক বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে এবং যেকোনো দুর্যোগে তুরস্ককে পাশে পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে রোহিঙ্গা সংকট উত্তরণে তুরস্কের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
ডা. এনামুর রহমান বলেন, এ দেশের প্রতিটি গৃহহীন পরিবার যাতে দুর্যোগ সহনীয় ঘর পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে। প্রত্যেক ভূমিহীন পরিবারকে দুই শতাংশ জমি দিয়ে সেখানে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। প্রতিটি ঘরের নির্মাণ খরচ প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। বর্তমান অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারা দেশে ১৭ হাজার পাঁচটি ঘর তৈরি করে দিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের প্রশংসা করেছেন। এ দেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন। বিশেষ করে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর তৈরির ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করবে বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, কত সংখ্যক গৃহ নির্মাণে তারা আর্থিক সহায়তা দেবে কিংবা এ প্রকল্পে কী পরিমাণ অর্থ তুরস্ক সরকার সহায়তা দেবে তা পরবর্তীতে বাংলাদেশকে জানাবে।
তুরস্ক ছাড়াও আরো অনেক দেশ এ প্রকল্পে সহায়তায় অর্থায়নের লক্ষ্যে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান ডা. এনামুর রহমান।