বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২১ সমাপ্ত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/19/iapr-pic.jpg)
সেনাবাহিনী আন্তঃ ফরমেশন অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের রামু সেনানিবাসে এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ১৪ নভেম্বর শুরু হওয়া কক্সবাজারের রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধায়নে সেনাবাহিনীর ১৬টি বড় ও ছোট ফরমেশন দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় সৈনিক মো. খালিদ, ১০ পদাতিক ডিভিশন প্রথম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং সৈনিক পলাশ পারভেজ, ১৯ পদাতিক ডিভিশন দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. ফখরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া সেনাসদর থেকে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক, রামু সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাসদর ও আর্টডকের প্রতিনিধি কর্মকর্তারা এবং কক্সবাজার এরিয়ার সব কর্মকর্তা, জেসিও এবং অন্য পদবীর সৈনিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।