নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে থাকবে নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে ভোটকেন্দ্রে বাড়ানো হবে আনসার সংখ্যা। এ ছাড়া সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও এবার নির্বাচনি মাঠে কাজ করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটকেন্দ্রে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি। এজন্য আনসার সংখ্যা বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে। এ ছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনী ও এপিবিএন সদস্যরাও দায়িত্বে থাকবেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকেও প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার।
গতকাল রোববার সন্ধ্যায় সিলেট পৌঁছে বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তরে রাত্রিযাপন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ বিজিবি সেক্টর সদর দপ্তর, সিলেট ক্যান্টনমেন্ট এবং পুলিশ লাইন পরিদর্শন করেন তিনি। দুপুরে সিলেট বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হারুন, বিপ্লবদের মতো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে জানিয়ে তিনি বলেন, নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরও একটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। সাত সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে সেটি শুরু হবে।
এ সময় গণ-অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের উপর হামলাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলে বাড়তি সময় চেয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদকের প্রতিবেদনে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নাম আসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে যদি তা অসত্য হয়, তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।