বাগেরহাটে করোনা সন্দেহে পুলিশ সদস্য আইসোলেশনে

বাগেরহাটে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আরো এক পুলিশ সদস্যসহ দুজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সকালে করোনা আক্রান্ত সন্দেহে নড়াইলে কর্মরত ৩০ বছর বয়সী এক পুলিশ সদস্যকে বাগেরহাটের কচুয়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একই দিন বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার হালিশহর-খালিশপুর এলাকার মধ্যবয়সী এক নারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত অপর এক পুলিশ সদস্যকে জেলার সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে ভর্তি রয়েছেন। ওই পুলিশ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট এখনো পায়নি জেলা স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবীর মুঠোফোনে বলেন, ‘নতুন করে দুজনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বাগেরহাট সদর ও কচুয়া হাসপাতালে দুই পুলিশ সদস্যসহ তিনজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তবে এখন পর্যন্ত জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।’