বাজার ব্যবস্থাপনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বাজার ব্যবস্থাপনা ও সরকারি নীতির প্রয়োগ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বাজার ব্যবস্থাপনা ও সরকারি নীতির প্রয়োগ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান।
প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বাজার ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং তা থেকে সরকারের রাজস্ব বাড়ানোসহ সরকারি কর্মকর্তাদের নীতি প্রয়োগের বিষয়ে দিক-নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।