বান্দরবানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/09/bandarban-las-pic.jpg)
বান্দরবানের রোয়াংছড়িতে বুধবার অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
বান্দরবানের রোয়াংছড়িতে আজ বুধবার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার জামছড়ি ইউনিয়নের আলেক্ষং শামুক ঝিরি এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নামপরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাস্তার পাশে পড়ে থাকা একটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।