বাসের ধাক্কায় পরিবারের ৩ সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহণের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার একই পরিবারের তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
আ ন ম ইমরান খান বলেন, ‘রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহণের বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজন হলেন দেলোয়ার হোসেন ও কোরবান আলী। এ ঘটনায় র্যাব-১০ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।’
গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল সংলগ্ন রাস্তায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হন। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আহত হন আরও দুজন।
নিহত তিনজন হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৫) এবং শারমিনের স্বামী রিয়াজুল (৪৫)। আহত হয় শারমিনের মেয়ে বৃষ্টি আক্তার (৬) ও অটোরিকশার চালক রফিক (৪২)।