বাসে ধর্ষণচেষ্টায় মামলা : মূল আসামিকে চিহ্নিত করেছেন তরুণী
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার প্রধান আসামি শহীদ মিয়াকে (২৬) চিহ্নিত করেছেন ওই তরুণী। গতকাল শহীদকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক হাসিব আজিজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
হাসিব আজিজ বলেন, ‘ফাহাদ অ্যান্ড মায়শা পরিবহণের (সিলেট-জ-১১০২২৩) চালক ও তার সহকারীরা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা করেছিল বলে মনে হচ্ছে। নিজেকে রক্ষা করতে বাস থেকে লাফ দিয়েছিলেন ওই তরুণী। ওই ঘটনায় প্রধান আসামি বাসচালক শহীদ মিয়াকে গতকাল গ্রেপ্তারের পর ভুক্তভোগীর কাছে নেওয়া হলে, তিনি প্রধান আসামিকে শনাক্ত করেন। সে সময় তরুণী জানিয়েছিলেন, শহীদ মিয়াই ধর্ষণচেষ্টা শুরু করে।’
হাসিব আজিজ বলেন, ‘এর আগে বাসচালকের সহকারী রশীদকে গ্রেপ্তার করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রশীদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে তার দোষ স্বীকার করে নিয়েছে। বাসচালককে গ্রেপ্তারের পর সে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য দিয়েছে, তার সঙ্গে রশীদের জবানবন্দির মিল রয়েছে। একই সঙ্গে ভিক্টিম (ভুক্তভোগী) তরুণীর দেওয়া তথ্যও এক।’
অতিরিক্ত উপমহাপরিদর্শক বলেন, ‘বাসটি সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিল। সুনামগঞ্জের ১৬ কিলোমিটার আগে একটি বাইপাস রয়েছে, সেই বাইপাস হয়ে দিরাইয়ে তরুণীকে নামিয়ে দিয়ে সুনামগঞ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রীরা সব নেমে যাওয়ার পর বাসচালক স্টিয়ারিং হুইল হেলপার (চালকের সহকারী) বক্করের কাছে দিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা করে।’
সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘বাসটি চলতে চলতে তরুণীকে চুলের মুঠি ধরে চালক পেছনে নিয়ে যায়। এরপর তরুণীর ব্যাগ ধরে টানাটানি করে। ব্যাগ সামনে রেখে তরুণী নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। চালক ব্যাগ টেনে ছিড়ে ফেলে। ব্যাগের জিনিসপত্র সব বাসের ভেতরে পড়ে যায়। তরুণী চালককে প্রতিহত করে সামনে এসে দরজা দিয়ে লাফিয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। এরপর গ্রামবাসী এলে বাসটি পালিয়ে যায়। গ্রামবাসী তরুণীকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
‘গত ২৬ ডিসেম্বর বিকেলে ওই তরুণীর দুলাভাই সিলেট থেকে বাসটিতে তুলে দেন তাঁকে। তারপর তাঁকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বাসেই। ওই দিন সুনামগঞ্জের দিরাই থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।’