বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবসহ ৭২ জনের বিচার শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/30/cmm-court.jpg)
রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও আবদুর রেজাক খানসহ ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী এই আদেশ দেন। বিষয়টি খন্দকার মাহবুব হোসেনের আইনজীবী মাসুদ রানা এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, আজ এ মামলায় দায় থেকে অব্যাহতির আবেদন করা হলে, বিচারক শুনানি শেষে তা নাকচ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আর এ অভিযোগ গঠনের ফলে আলোচিত মামলার বিচার শুরু হলো।
আইনজীবী আরও বলেন, আজ আসামিদের পূর্বশর্তে জামিনের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেছেন এবং আগামী ২৬ জুন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। তিনি আরও বলেন, এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী নিতাই রায় চৌধুরী, কণ্ঠশিল্পী মনির হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আইনজীবী ফেরদৌস আক্তার ওয়াহিদা, তৌহিদুল ইসলামসহ ৭২ জন।
নথি থেকে জানা গেছে, ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশ। মামলায় বাদী এজাহারে খন্দকার মাহবুবসহ ৭২ জনকে আসামি করেন।
এরপরে ২০১৯ সালে মামলার তদন্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই মামলায় খন্দকার মাহবুবসহ অন্য আসামিরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিয়েছেন।