নাশকতার চার মামলায় যুবদল নেতা রাজ কারাগারে

নাশকতার অভিযোগে চার মামলায় কারাদণ্ড প্রাপ্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট (সিএমএম) আদালতের পৃথক আদালতে এই জামিন আবেদন করেন তিনি। জামিন আবেদনের পরে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে আইনজীবী নেহার হোসেন ফারুক এনটিভি অনলাইকে বলেন, রাজধানীর রমনা থানা, উত্তর খান, তেজগাঁও ও শেরে বাংলা নগর থানার পৃথক চার মামলায় জামিন আবেদন করেন মিজানুর রহমান রাজ। তিনি বলেন, প্রত্যেক মামলায় আদালত থেকে দুই বছরের বেশি করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নেহার হোসেন ফারুক আরও বলেন, আজ সকাল ১১টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেরেবাংলা নগর থানার মামলায় জামিন আবেদন করেন মিজানুর রহমান রাজ। এ মামলায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর দণ্ডবিধির ৩৪১/৪৩৫ ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৪১ ধারায় ১৫ দিন ও ৪৩৫ ধারায় ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আইনজীবী ফারুক আরও বলেন, তেঁজগাও থানার মামলা ২০১৩ সালে পুলিশ দায়ের করে। এ ছাড়া শেরে বাংলা নগর থানার মামলায় দুই ধারায় ১৮ মাস ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রমনা থানার মামলায় ২ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, উত্তর খান থানার মামলায় দুই ধারায় ২ বছর ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।