বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ আজ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হবে। ‘নানা টালবাহানার পর’ অবশেষে গতকাল শুক্রবার বিকেলে অনুমতি দিয়েছে প্রশাসন। যদিও পূর্বঘোষিত নির্ধারিত স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে শহরের মাসকান্দায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। এরই মধ্যে সেখানে শুরু হয়েছে গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং চলমান আন্দোলনে বিএনপির পাঁচ নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে গণসমাবেশ ডাকে বিএনপি।
গত ৬ অক্টোবর জেলা প্রশাসকের কাছে সার্কিট হাউস মাঠে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেয় বিএনপি।
গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘ওখানে সমাবেশ না করতে দেওয়ার কারণটিও কেউ বলছে না। ওটি কোনো নিষিদ্ধ জায়গা নয়, সেখানে কি কেউ সমাবেশ করে না? আমরা কেন করতে পারব না?’
গতকাল সন্ধ্যার পর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। সমাবেশে যোগ দিতে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা থেকে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছেন।
দায়িত্বরত নেতাকর্মীরা বলছেন, রাতের মধ্যেই মঞ্চ তৈরির কাজ শেষ হবে। আজ দুপুর দেড়টায় গণসমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।