বিএনপি একটি সন্ত্রাসবাদী দল : হানিফ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/28/hanif.jpg)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, ‘কেবল জাতীয়ভাবে নয়, বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসবাদী দল। কানাডার ফেডারেল কোর্ট এই দলটিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে।’
আজ শনিবার দুপুরে গড়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতুর বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে হানিফ আরও দাবি করেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবনে বসে হয়। তারেক রহমানের নেতৃত্বে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, খালেদা জিয়ার উপদেষ্টা হারিছ চৌধুরীসহ কিছু জঙ্গি নেতা গ্রেনেড হামলার পরিকল্পনা করে। এটা ছিল বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস।’
আওয়ামী লীগনেতা বলেন, ‘এ হামলার মাধ্যমে বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই গ্রেনেড হামলার সঙ্গে শুধু তারেক রহমান জড়িত নয়। এর দায় খালেদা জিয়ারও এড়াতে পারেন না। কারণ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া।’
হানিফ স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘কুষ্টিয়ার শেখ রাসেল সেতু রক্ষাবাঁধ যাতে আর না ভাঙে সেজন্য পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। আশা করা যায়, এ এলাকায় আর নতুন করে ভাঙন দেখা দেবে না।’
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।