বিএনপি একাত্তরের পাকসেনাদের প্রেতাত্মা : রেলমন্ত্রী
বিএনপিকে উদ্দেশ করে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, জ্বালাও পোড়াও ও মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে মানুষকে মেরে তারা আন্দোলন করে। তাদের আন্দোলনের গতি প্রকৃতি দেখে মনে হয় যারা বিরোধী দল বলে দাবি করে, তারা একাত্তরের মুক্তিযুদ্ধের পাকিস্তানি সেনাবাহিনীরই প্রেতাত্মা।
আজ রোববার বিকেলে আখাউড়া-আগরতলা রেলপথ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
তিন দফা মেয়াদ বাড়ানোর পর চতুর্থ দফায় আগামী ৩০ জুন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ শেষ হবে জানিয়ে রেলপথমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে আগে রেল যোগাযোগ ছিল না, এই রেল যোগাযোগ শুরু হলে উভয় দেশ উপকৃত হবে। সেই সঙ্গে আন্তদেশীয় এশিয়ান দেশগুলোর মধ্যে যোগাযোগ আরও সম্প্রসারিত হচ্ছে।
এ সময় রেলপথমন্ত্রী বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে বলেন, ‘সাড়ে ৩০০ সদস্য সংখ্যার সংসদে বিএনপি বিরোধী দল নয়। তাই বিএনপির সাতজন পদত্যাগ করলে সংসদ চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না।’
পরিদর্শনকালে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের ব্যবস্থাপক ভাস্কর বকশি, টিম লিডার রামান শ্রিংলা, ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকোর কান্ট্রি এডিটর শরৎ শর্মা, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।