বিএনপি নেতা মঈন উদ্দীনের মৃত্যুবার্ষিকীতে হত্যাকারীদের বিচার দাবি

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খাজা মঈন উদ্দীন আক্তারের হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার রামপালের ভরসাপুর জামে মসজিদ চত্বরে খাজা মঈন উদ্দীন আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশাল স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ স্মরণসভায় উপস্থিত থেকে হত্যাকারীদের বিচারের দাবি জানান তাঁরা।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, ড. শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বিপুল লোকসমাগমে ভরসাপুর জামে মসজিদ চত্বর ছাড়িয়ে রাস্তাঘাট সয়লাব হয়ে যায়।
স্মরণসভায় বক্তারা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান খাজা মঈন উদ্দীন আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া মঈন উদ্দীন আক্তারের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বানও জানান তাঁরা।
পরে স্মরণসভায় খাজা মঈন উদ্দীন আক্তারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
গত বছরের ১৪ ফেব্রয়ারি সন্ধ্যায় ভরসাপুর বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন খাজা মঈন উদ্দীন আক্তার।