বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ছাত্রদল সভাপতি নুরে আলম মারা গেছেন

ভোলায় বিএনপি-পুলিশের সংঘর্ষের সময় আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বিকেলে রাজধানীর গ্রীন রোডে কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এনটিভি অনলাইকে বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জানান, পুলিশের গুলিতে আহত নুরে আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া তিনটার দিকে মারা গেছেন।
অপরদিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) বেলা ৩টার দিকে মারা গেছেন। তিনদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ে সরকার দেশজুড়ে যে লোডশেডিং করছে, তার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে রোববার ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছিলেন নুরে আলম।