বিএনপি সরকার নারীদেরকে অন্ধকারে ছুঁড়ে দিয়েছিল : প্রতিমন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বিএনপি-জামায়াত সরকারের সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হয়েছিলো। খালেদা জিয়া নারী উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নারী উন্নয়ন নীতি বাতিল করে নারীদেরকে অন্ধকারে ছুঁড়ে দিয়েছিলেন।
আজ শনিবার রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করে রাজশাহীকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলেছেন। এখন নারীদের দেখলে বোঝা যায় বাংলাদেশের নারীরা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে কতটা এগিয়েছে। নারীর সার্বিক উন্নয়ন না হলে দেশ এগিয়ে যেতে পারবে না।
আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ইন্দিরা বর্তমান সরকারকে নারীবান্ধব উল্লেখ করে বলেন, নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকারই জাতীয় সংসদে নারীদের আসন বাড়িয়ে ৫০টি করেছেন।
রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, জেলা আওয়ামী লীগ সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, বেগম আখতার জাহান, মো. মনসুর রহমান, অ্যাডভোকেট নাসরীন আখতার মিতা প্রমুখ।