বিদ্যুৎ বিপর্যয়ে ঢাকা মেডিকেলে ভোগান্তি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/08/dmch_building.jpg)
বিদ্যুৎ না থাকায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও প্রভাব পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকেই ভোগান্তিতে পড়ে ভর্তি রোগীরা। এদিকে, বিশেষ ব্যবস্থায় চলছে অপারেশন থিয়েটার (ওটি) ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। বিকেলে সরেজমিনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায়, কখন বিদ্যুৎ আসবে সেটা নিয়ে নার্স, ওয়ার্ড বয় ও নিরাপত্তাকর্মীদের কাছে জানতে চাচ্ছে রোগীর স্বজনরা। কারণ, বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে তারা। হাতপাখা দিয়ে রোগীকে বাতাস করছে তারা।
সড়ক দুর্ঘটনায় আহত নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি শাহিন নামের এক রোগী বলেন, ‘চিকিৎসক আমাকে সিটি স্ক্যান করতে বলেছেন। কিন্তু, বিদ্যুৎ না থাকায় সিটি স্ক্যান করতে পারছি না। কখন বিদ্যুৎ আসবে কেউ কিছুই বলতে পারছেন না।’
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. আশরাফুল আলম এ বিষয়ে বলেন, ‘যেখানে জরুরি দরকার সেখানে আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করেছি। জরুরি ভিত্তিতে আইসিইউ ও ওটিতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এই জেনারেটর টানা ১২ ঘণ্টা চলবে। প্রত্যেক ভবনের জন্য আলাদা জেনারেটর ব্যবস্থা আছে।’