বিধিনিষেধ না মানায় খুলনার ১০ কোচিং সেন্টারকে জরিমানা
খুলনায় অভিযান চালিয়ে ১০ কোচিং সেন্টারকে জারিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় তাদের ১৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা আজ বৃহস্পতিবার নগরী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। তারা কোচিং সেন্টারগুলোতে সশরীরে ক্লাস চালু দেখে তাদের জরিমানা করেন।
এ সময় শিক্ষার বিষয়ে সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য বলা হয়। একই সঙ্গে লাইসেন্স গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।