বিধি মেনেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হচ্ছে : আইনমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/20/aainmntrii.jpg)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করেই বিধি অনুযায়ী তাঁর সাজা স্থগিত করে সরকার মানবতা দেখিয়েছে মন্তব্য করে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফৌজদারি কার্যবিধি মেনে দুটি শর্তে সাজা স্থগিত করেছে সরকার।
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেডে) বিভিন্ন কারখানার মালিক শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী একথা বলেন।
আনিসুল হক বলেন, নিজের বাসায় তিনি নিজের পছন্দের চিকিৎসক দিয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যেক ছয় মাস পর সেই মেয়াদ যেটা বৃদ্ধি করা হচ্ছে, সেটাও বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করেই করা হচ্ছে। আইন অনুযায়ী খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। তা সত্ত্বেও তাঁর সাজা স্থগিত করে বার বার মেয়াদ বাড়ানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।