বিলোনিয়া বন্দর বন্ধ, ফেনীতে ‘হোম কোয়ারেন্টিনে’ ৬৬

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ-ভারত সীমান্তের বিলোনিয়া স্থলবন্দর দিয়ে মালামাল রপ্তানি ও যাত্রী আসা যাওয়া ভারতের পক্ষ থেকে সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিলোনিয়া কাস্টমস পরিদর্শক নবকুমার বিষয়টি নিশ্চিত করেছেন। একইভাবে ছাগলনাইয়া থানার মোকামিয়া সংলগ্ন ভারত-বাংলাদেশের সীমান্তের বর্ডার হাটও বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিন বছর ধরে সপ্তাহের প্রতি মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হাট চালু রাখা হয়েছিল। দুদেশের স্থানীয় বাসিন্দারা এ হাটে নিত্য প্রযোজনীয় পণ্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের জানান, করনোভাইরাসের কারণে মঙ্গলবারের বর্ডারহাট পরবর্তী সময়ের নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন জানান, ফেনীতে সদ্য আগত ১৪ প্রবাসীসহ তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ৬৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ বেড, ফেনী অব্যবহৃত ট্রমা সেন্টার ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বেড করে ২৫ বেড আইসোলেশন ওয়ার্ডের কাজ হাতে নিয়েছে।