বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
লালমনিহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচদিন ধরে অনশন করছেন এক তরুণী (১৮)। আজ শনিবার হাতীবান্ধার সিংগীমারী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে প্রেমিক উৎসব আলমের বাড়িতে অবস্থান করতে দেখা যায় ওই তরুণীকে।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উৎসবের। এরই জেরে গত ৫ ডিসেম্বর উৎসবের বাড়িতে এসে বিয়ের দাবি জানায় মেয়েটি। অবস্থা বুঝে উৎসব আলম বাড়ি থেকে আগেই সটকে পড়েছে।
ভুক্তভোগী তরুণী অভিযোগ করে বলেন, ‘বছরখানেক আগে উৎসবের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই বিয়ের দাবিতে আমি তার বাড়িতে অবস্থান করছি।’
অভিযোগের বিষয়ে উৎসব আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম বলেন, ‘বিষয়টি সমাধানে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করার প্রক্রিয়া চলছে।’