লালমনিরহাট সীমান্তে ১১ নারী-শিশুকে পুশইন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ১১ জন নারী ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় পুলিশ। গতকাল বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতদের মধ্যে চারজন শিশু ও সাতজন নারী রয়েছেন। তাদেরকে বর্তমানে বিজিবির ধবলসতি ক্যাম্পে রাখা হয়েছে।
বিজিবি জানায়, ভারতীয় সীমান্তের কাঁটাতারের গেট খুলে ওই ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ ও ভারতীয় পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত পেরিয়ে আসার পর বিজিবি সদস্যরা তাদের আটক করেন এবং ক্যাম্পে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাটিয়ারভিটা সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের পর ওই নারী ও শিশুরা হেঁটে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তাদের ভারত থেকে পুশইন করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, শুধু এই ১১ জনই নয়, মঙ্গলবার রাতে দুই দফায় অন্তত ৫০ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করা হয়েছে। তবে তাদের অনেকেই গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে গেছেন।
পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন ধবলসতি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।