বেনাপোলে ২৪ স্বর্ণের বারসহ আটক এক

যশোরের বেনাপোলের আমড়াখালী থেকে ২৪টি স্বর্ণের বারসহ আটক বাকি বিল্লাহ। ছবি : এনটিভি
ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে আজ মঙ্গলবার ২৪টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। আটক বাকি বিল্লাহর (২৬) বাড়ি বেনাপোলের বালুণ্ডা গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল আমড়াখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বাকি বিল্লাহ নামের একজনকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার জব্দ করে। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি টাকা। স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।