ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা প্রমাণিত : হানিফ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে বিরোধীদের উসকে দিয়েছে বিএনপি। তারা নিজেদের জনপ্রিয়তা হারিয়ে এখন জামায়াতের কাঁধে ভর করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে ক্ষয়ক্ষতি দেখতে এসেছি।
আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নিয়ে আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মাহবুব উল আলম হানিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ মর্মাহত। ঘটনাগুলো পূর্ব পরিকল্পিত, এর সঙ্গে বিএনপি-জামায়াতের যে সম্পৃক্ততা ছিল, তা প্রমাণিত।
এ সময় স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধিদল তাঁর সঙ্গে ছিল।
গত রোববার হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে সংগঠনটির সমর্থকেরা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় ১২ জন নিহত হয়।