ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষসহ আটক অডিটর বরখাস্ত

পাঁচ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ রোববার বিকেলে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বদলি করা দুই কর্মকর্তা হলেন জেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ আলী ও সুপার ইউসুফ নুরুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও মহানিয়ন্ত্রক কার্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস এ কে এম ওয়াহিদুজ্জামান।
ওয়াহিদুজ্জামান আরো বলেন, ‘ঘুষ লেনদেনের বিষয়ে জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং হিসাবরক্ষণ অফিস সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার পাঁচ লাখ টাকা ঘুষ লেনদেনের সময় জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিন এবং সড়ক ও জনপথ বিভাগের তিন কর্মীকে আটক করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)। পরে সওজের তিন কর্মীকে মামলার সাক্ষী করে অডিটর কুতুব উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের মাস্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মীর চাকরি স্থায়ী হলে বর্ধিত বেতনে এক কোটি সাত লাখ টাকার বিল বকেয়া আসে। এ টাকা পেতে অডিটরের সঙ্গে পাঁচ লাখ টাকায় চুক্তি করেন সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন কর্মচারী। চুক্তি অনুযায়ী, প্রথম দফায় ৬৪ লাখ টাকা নিয়ে যায় তারা। গত বৃহস্পতিবার বাকি ৪৩ লাখ টাকার বিল করা হয়েছিল। এ সময় টাকা নিতে আসা সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা চুক্তি অনুযায়ী অডিটর কুতুব উদ্দিনকে পাঁচ লাখ টাকা দেন। ওই সময় টাকাসহ এনএসআই তাদের আটক করে।