ব্রাহ্মণবাড়িয়ায় দুই পিকআপের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত উবায়দুল হক লিটন (২২) মরদেহ। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে উবায়দুল হক লিটন (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি পিকআপে থাকা আরো তিনজন আহত হন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন কুমিল্লা জেলার বলেশ্বর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম জানান, শাহবাজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।