ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হোসেন আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষবেড় গ্রামের রুহুল আমীনের কাছ থেকে ৫০ হাজার টাকা পাওনা ছিল হোসেন আলীর। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংষর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিচুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।