ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মধ্যে অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সহায়তা, নগদ অর্থসহ কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে স্থানীয় সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ড্রিম ফর ডিসঅ্যাবিলিট ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ে তাদের এ সহযোগিতা করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মনির হোসেন, ফরহাদুল ইসলাম পারভেজ, ড্রিম ফর ডিসঅ্যাবিলিট ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্নাসহ স্থানীয় সুধীজন।
অতিথিরা উপস্থিতিতি ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে নগদ এক হাজার টাকা এবং ৫০ জন প্রতিবন্ধীর মধ্যে খাদ্য সহায়তাসহ দুইজনকে দুটি সেলাই মেশিন ও একজনকে একটি ভ্যানগাড়ি দেওয়া হয়।