ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন জ্বর-শ্বাসকষ্টে ভুগে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মুনা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। টানা ১০ দিন অসুস্থ থাকার পর আজ শনিবার সকাল ৭টার দিকে শহরের কাউতলী এলাকায় নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর।
মুনা বেগমের স্বামী জানান, প্রচণ্ড জ্বর নিয়ে গত ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন মুনা। সে সময় তাঁকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু মুনা ঢাকায় যেতে না চাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলতে থাকে। তাঁর জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল।
জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা রোগীকে যেভাবে দাফন করা হয়, সেভাবেই মুনাকে দাফন করা হবে।
এরই মধ্যে সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি মেডিকেল টিম মুনার দাফনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে আজ থেকে ব্রাহ্মণবাড়িয়া লকডাউন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান।