ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিরাজুল হক নামের এক ব্যক্তি নিহত হন। নিহত সিরাজুল হকের বাড়ি কসবা উপজেলায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিকেলে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এদিকে দুপুরে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হেলাল মিয়া (২৮) ও সাকিবুল ইসলাম (৩৩) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত হেলাল ও সাকিবুলের বাড়ি জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, একটি মাটিবোঝাই ট্রলি রামপুর এলাকার ভূইয়া ইটভাটার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী সাকিবুলকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।