বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/02/05/borishal.jpg)
বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আজ রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজা সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের মনির বেপারি (৪৮) ও গাজীপুরের সালডোবা এলাকার খোরশেদ আলম।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হেসেন বলেন, ‘ঢাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছে, এমন সংবাদের ভিত্তিতে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এরপর সেখানে একটি প্রাইভেট কার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার এবং মাদক বহনের গাড়িটি জব্দ করা হয়।’
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।’