ভারতে পাচারকালে ৮ কাকাতুয়া পাখি জব্দ
ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে আটটি কাকাতুয়া পাখি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আজ বুধবার দুপুরে রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে পাখিগুলো জব্দ করা হয়।
জব্দকৃত কাকাতুয়া পাখির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মনজুর এলাহী জানান, সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক কাকাতুয়া পাখি পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে আটটি কাকাতুয়া পাখি জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। আন্তর্জাতিক একটি চোরাকারবারী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পশু-পাখি ভারতে পাচারের করে আসছে। জব্দকৃত কাকাতুয়া পাখিগুলো ২১ বিজিবি ব্যাটেলিয়ান খুলনা হেডকোয়র্টারে পাঠানো হয়েছে।