সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন: সেলিনা

বলিউডের দর্শকপ্রিয় ও সাড়া জাগানো সিনেমাগুলোর একটি ‘নো এন্ট্রি’। ২০০৫ সালের ব্লকবাস্টার এই সিনেমাটি মুক্তির ২০ বছরে পরেও দর্শক-হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে। সম্প্রতি, এই সিনেমাতে সানজানা সাক্সেনার চরিত্রে অভিনয় করা সেলিনা জেটলি 'স্ক্রিন' ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার সেটে তার অভিজ্ঞতা, সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক এবং সিনেমার সিক্যুয়েল নিয়ে কথা বলেছেন। খবর: টাইমস অব ইন্ডিয়ার
সেলিনা জানান যে, প্রথমে তাকে বিপাশা বসুর করা ববির চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সানজানা চরিত্রের সঙ্গে বেশি সংযোগ অনুভব করেছিলেন।
তিনি বলেন, "প্রথমে আমাকে বিপাশার চরিত্রটি দেওয়া হয়েছিল। ওই চরিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি সত্যিই চরিত্রটি যেভাবে তৈরি হয়েছিল তা খুব পছন্দ করি। এমনকি, ওই চরিত্রে কিছু সুন্দর গানও ছিল, যা প্রত্যেক অভিনেতা সবসময় পেতে ভালবাসেন।"

সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সেলিনা বলেন, "সালমান খান সেটে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি প্রাণশক্তি নিয়ে আসতেন। তিনি তখন খুবই ব্যস্ত ছিলেন। মরিশাসের ‘নো এন্ট্রি’র শুটিংয়ের পাশাপাশি তিনি অন্য দুটি সিনেমাতেও কাজ করছিলেন, তবুও তিনি খুব মজার ছিলেন এবং মেয়েদের প্রতি খুবই রক্ষণশীল ছিলেন। অনিলজি তার উদ্দীপনা, উদারতা এবং সীমাহীন শক্তি দিয়ে সবার মন জয় করে নিতেন, এবং তিনি পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ ছিলেন। তাকে কাজ করতে দেখা এক ধরনের মাস্টারক্লাস ছিল। ফারদিন এবং আমার মধ্যে আগেই একটি ভালো সম্পর্ক ছিল, যা একসঙ্গে কাজ করাকে আরও সহজ করে তুলেছিল।"
'নো এন্ট্রি ২' এর সিক্যুয়েল নিয়ে সেলিনা জানান যে, তার কাছে কোনো প্রস্তাব আসেনি, কিন্তু তিনি মূল সিনেমার অংশ হতে পেরে গর্বিত।
তিনি বলেন, ‘সিনেমাটি একটি মেগা ব্লকবাস্টার হয়েছিল এবং আজও মানুষের হৃদয়ে তা বেঁচে আছে। সম্ভবত, আজকের দিনে প্রতিটি বিষয়কে চুলচেরা বিশ্লেষণ করা হয়। তবে, অনীল জির গল্পের সরলতা এবং এটিকে চিরন্তন করে তুলেছে, আর সে কারণেই মানুষ আজও এত ভালবাসা দেয় সিনেমাটিকে।’