ভোলায় বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

ভোলার চরফ্যাশন রুটের লালমোহনের ডাওরি এলাকায় পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ভোলা টু চরফ্যাশন রুটের ডাওরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পাথর বোঝাই করে একটি ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রো, অটোরিকশাসহ বেইলি ব্রিজ পার হচ্ছিল। যাত্রীবাহী বাস উঠে যাবার সাথে সাথে ব্রিজের মাঝখানে থাকা পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। পিছনে থাকা মাইক্রোসহ অন্যসব গাড়ির যাত্রীরা লাফিয়ে দ্রুত উপরে উঠে যায়। পরে স্থানীয়রা ট্রাকচালককে উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এ ঘটনার পর থেকে ভোলা টু লালমোহন ও চরফ্যাশন উপজেলার সাথে যোগাযোগ বন্ধ রয়েছে।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পরই সেখানে ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।