ভৈরবে নৈশপ্রহরী হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/03/bhairab-4-murderar-arrest-pic.jpg)
কিশোরগঞ্জের ভৈরবের ঘোড়াকান্দা এলাকার নির্মাণাধীন মসজিদের নৈশপ্রহরী কামাল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
গ্রেপ্তারকৃতরা হলো-ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মুক্তাদির (২৪), কমলপুর পঞ্চবটী এলাকার ফরহাদ মিয়া (২৬), সাজন মিয়া (২৮) ও আহসান উল্লাহ (২৬)।
গতকাল বুধবার রাতে নিহত নৈশপ্রহরী কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে সন্ত্রাসী উমান মিয়াকে প্রধান এবং গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখসহ মোট ২৩ জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি শনিবার পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় ভৈরবপুরের মাদক ব্যবসায়ী উমান মিয়া ও ঘোড়াকান্দার বাসিন্দা ছাত্তার মিয়ার বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনার জের ধরে বুধবার ভোররাতে উমান মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত সাত্তার মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনার পর উমান মিয়ার লোকজন ফেরার পথে ওই এলাকায় নির্মাণাধীন মসজিদের নৈশপ্রহরী কামাল মিয়াকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে কামাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান।