ভৈরবে হোম কোয়ারেন্টিন না মানায় টাকা জরিমানা, পরে হাসপাতালে প্রেরণ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় হোম কোয়ারেন্টিন না মানায় আকরাম হোসেন (৫০) নামের সৌদি আরবফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার ইতালিপাড়া গ্রামে। তিনি গত ১১ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন।
অন্যদিকে, হোম কোয়ারেন্টিন মেনে না চলায় গতকাল রাতে অভিযান চালিয়ে সাতজনকে হাসপাতাল কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর আগে একই কারণে বুধবার ছয়জনকে হাসপাতাল কোয়ারেন্টিনে নেওয়া হয়েছিল। এ নিয়ে মোট ১৩ জনকে হোম কোয়ারেন্টিন থেকে হাসপাতাল কোয়ারেন্টিনে নেওয়া হলো।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, আকরাম হোসেন গত ১১ মার্চ সৌদি আরব থেকে দেশে আসেন। দেশে আসার পর তাঁকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু হোম কোয়ারেন্টিন না মানার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গতকাল বুধবার রাত ৮টার দিকে বাড়ির পাশে রেললাইনের ধারে হাঁটাচলা করতে দেখে স্বাস্থ্য বিভাগের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাঁকে ভৈরব ট্রমা হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হয়।