মতিঝিল থেকে ‘শিশুবক্তা’ রফিকুল আটক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ চলাকালে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানিসহ ১১ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।
এর আগে মতিঝিলের শাপলা চত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে যুব, ছাত্র অধিকারসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন। সেখানে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানিও ছিল।
মোদিবিরোধী স্লোগান দিতে থাকা লোকজনকে পুলিশ বাধা দিলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ওই সময় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু আজ বৃহস্পতিবার দুপুরে এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “বিক্ষোভ সমাবেশ থেকে মোট ১১ জনকে আটক করে প্রিজনভ্যানে তোলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাস করা হবে। এরপর তাদের গ্রেপ্তার করা হবে কি না, তা নির্ধারণ করা হবে। তবে এর ভেতরে ‘শিশুবক্তা’ আছে কি না, আমি জানি না। এখনও আমরা অবস্থান নিয়ে ঘটনাস্থলে আছি। পুলিশের ওপর হামলার ঘটনায় আমাদের কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের গুলিবিদ্ধ হওয়ার যে কথা শোনা যাচ্ছে, তা ভুয়া।’
তবে মতিঝিল বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন, “‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে, তাদের সবাইকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।”