ময়মনসিংহে দৈনিক চারশো রোজাদারকে বিএনপির খিচুড়ির প্যাকেট বিতরণ

করোনার কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় রোজাদারকে প্রতিদিন ইফতারি বিতরণ করছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন দরিদ্রদের মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেন। এ সময় জেলা বিএনপির অন্য নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
সংগঠনটির নতুন বাজার কার্যালয় থেকে গোশত, ডিম বা সবজি দিয়ে রান্না করা খিচুরির প্যাকেট বিতরণ করা হচ্ছে প্রতিদিন। দৈনিক গড়ে প্রায় চারশ মানুষ খিচুড়ির প্যাকেট নিতে ভিড় করছেন বিএনপির অফিসে। খাবারের পুষ্টি ও মান উন্নত হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে ইফতার প্রত্যাশী রোজাদারের সংখ্যা।
গত চার দিনে প্রায় দুই সহস্রাধিক কর্মহীন অনাহারি মানুষকে রান্না করা ইফতারি বিতরণ করা হয়। শেষ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম।
এ সময় ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘বিএনপি সব সময় জনগণ ও দেশের ক্রান্তিকালে সরব ছিল। তারই ধারাবাহিকতায় করোনার মতো অদৃশ্য ঘাতকের ছোবলে দেশের অনাহারি বিপন্ন রোজাদার মানুষের ভোগান্তি কমাতেই তাদের এ উদ্যোগ।’
এ সময় সবাইকে মানুষের পাশে, মানবতার পাশে দাঁড়াতে আহ্বান জানান বিএনপির এ নেতা।