ময়মনসিংহে পিকনিক ফেরত বাসে হামলা

ময়মনসিংহের ধোবাউড়া থানার চারুয়াপাড়া এলাকায় পিকনিকফেরত একটি বাসে হামলা ও যাত্রীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যার দিকে ওই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে হামলায় আহত শিক্ষক আব্দুল মোতালেব বলেন, ‘সন্ধ্যার কিছু আগে আমাদের পিকনিক ফেরত বাসে হামলার ঘটনা ঘটে। তারা আমাকেসহ বেশ কয়েকজন ছাত্র-শিক্ষককে মারধর করে। আমাদের সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা।’
ময়মনসিংহের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ ৫০ জনের একটি দল নেত্রকোনার বিরিশিরির সোমেশ্বরী এলাকায় পিকনিকে গিয়ে ফেরার পথে হামলার শিকার হয় বলে জানান ওই শিক্ষক।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় বাসযাত্রীদের উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।