‘মশা থেকে স্বস্তি দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে’

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘নগরবাসীকে মশা থেকে স্বস্তি দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এজন্য খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে। ডেঙ্গু মশা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।’
কেসিসি মেয়র আজ মঙ্গলবার সকালে নগরীর নিরালা আবাসিক জনকল্যাণ সমিতির উদ্যোগে মশা নিধনের দুটি ফগার মেশিনের উদ্বোধনকালে এসব কথা বলেন। এক লাখ ৭০ হাজার টাকায় ফগার মেশিন দুটি কিনে জনকল্যাণ সমিতি।
কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নিদিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙ্গিনা, অফিস চত্বর, ফুলের টব ও সব স্কুল-কলেজের আশপাশ পরিষ্কার করলে ডেঙ্গু মশা থেকে রক্ষা পাওয়া যাবে।’
মেয়র আরো বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। করোনার ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার হাত ধুতে হবে।’
নিরালা আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল জব্বার মোল্লার সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক শেখ আবেদ আলী, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সিকদারসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।