মাগুরায় পৌর আওয়ামী লীগের নেতাদের সংবর্ধনা

মাগুরা পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি আলহাজ বাকি ইমাম ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মকবুল হাসান মাকুলকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। ছবি : এনটিভি
মাগুরা পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি আলহাজ বাকি ইমাম ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মকবুল হাসান মাকুলকে সংবর্ধনা দিয়েছে শহরের দরি মাগুরা, কারিগরপাড়া ও দোয়ারপাড় এলাকাবাসী। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিকেলে স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল। স্থানীয় প্রবীণ সাংস্কৃতিক কর্মী মো. সৈয়দ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সৈয়দ আলী শেখ, আমির হোসেন, আমজাদ হোসেনসহ অন্য শিল্পীরা।